সি এ এর প্রতিবাদে রাস্তায় নেমে রাস্তা অবরোধ বহুজন ক্রান্তীমোর্চার, পুলিশের লাঠিচার্য়
মোহন সিং
আজ বহুজন ক্রান্তীমোর্চার ডাকা ভারত বনধের সমর্থনে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করার চেষ্টা বিপল করল পুলিশ। তবে ভারত বনধের প্রভাব শিল্পাঞ্চল রানিগঞ্জ আসানসোলে না পড়লেও সরকারি বাস দেখা পাওয়া গেলেও বেসরকারি বাস জাতীয় সড়কের উপর দেখা যায়নি।
কেন্দ্র সরকারের এন.আর.সি, সিএএ এর প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবিতে বহুজন ক্রান্তীমোর্চার ডাকা ভারত বনধের সমর্থকেরা আজ বেলা ১২ নাগাদ জামুড়িয়া থানার বোগড়া চটি সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের অবরোধ হটিয়ে দেয়। তার কিছুক্ষন পরেই রানিগঞ্জের টিবি হাসপাতাল মোড়ে বহুজন ক্রান্তীমোর্চার সমর্থকেরা ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশে সাথে বচসায় জড়িয়ে পড়ে পুলিশ মৃদু লাঠিচার্য় করে তাদের ছত্রভঙ্গ করে। পাশাপাশি ২ জন সমর্থকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।