শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২০

গলসিতে এনআরসি নিয়ে বিক্ষোভ প্রদর্শন

সেখ নিজাম আলম
  
: ""এন আর সির বিরুদ্ধে গলসীতে
বিক্ষোভ""-------

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি
এন,আর,সি ও সি,এ,এ এর বিরুদ্ধে গলসীতে গণ বিক্ষোভ শুরু হয়।জানা যায়, গলসি ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি
মাননীয় বাসুদেব চৌধুরী মহাশয় ও
যুবনেতা শ্রী শৈলেন হালদার মহাশয়ের নেতৃত্বে
কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি এন,আর,সি,র বিরুদ্ধে গলসীতে এক বিশাল মিছিল বের হয়।গলসী ২নং ব্লক ও
গলসী পঞ্চায়েতের অন্তর্ভুক্ত আশপাশের সমস্ত গ্ৰামের মানুষ জন এই মিছিলে সামিল হন।জাতিধর্ম,বর্ণ নির্বিশেষে এই মিছিলে প্রায় দশ হাজার লোকের সমাগম ঘটে।বি,জে,পি সরকারের এই জনবিরোধী নীতিতে সকলেই ক্ষোভ প্রকাশ করেন।এই মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।তারা কেন্দ্র সরকারের খামখেয়ালি নীতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে পদব্রজে সারুল থেকে শুরু
করে গলসী পরিক্রমা করেন।
মাননীয় বাসুদেব চৌধুরী মহাশয়,শ্রী শৈলেন হালদার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্ণধার গন এই সভায় বক্তব্য রাখেন।তৃণমূল কংগ্রেসের যুবনেতা শ্রী শৈলেন হালদার বলেন,আমরা কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতি মানছি না।আমরা কেও বাংলা  ছাড়ছি না ছাড়ব না, এর বিরুদ্ধে জনমত গড়ে ঐক্যবদ্ধ হয়ে বুকচিতীয়ে লড়াই করে যাব।কেন্দ্র সরকারের এই এন আর সি নীতির বিরুদ্ধে আমাদের নেত্রী তথা বাংলার জননেত্রী মাননীয়া
মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন।আমাদের মা মাটি মানুষের
সরকার লড়ছে ও 
লড়বে।শৈলেন বাবু র বক্তব্যে প্রায় হাজার দশেক জনতার করতালিতে মঞ্চ ভরে ওঠে।গলসী২নং পঞ্চায়েত সমিতির
সভাপতি মাননীয়
বাসুদেব চৌধুরী মহাশয়  তৃনমূল কংগ্রেসের উপস্থিত সকল জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই চালিয়ে যাবার জন্য আহ্বান জানান।
তাছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহ সভাধিপতি দেবু টুডু, গলসি ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বান্টি বাগ প্রমুখ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER