সুভাষ মজুমদার
তারকেশ্বর কেশবচক গ্রাম পঞ্চায়েতের অধীন নছিপুর সিদ্ধেশ্বরী ফুটবল ময়দানে দি কিশোর সংঘের পরিচালনায় পাঁচ দিন ব্যাপী মেলা চলবে, বিশেষ ভাবে নজর কারে 25 ফুট এর সরস্বতী ঠাকুর ও কিশোর মেলা ৷ এই মেলা 40 তম বর্ষে পা রাখলো ৷ এই মেলাকে কেন্দ্র করে শুধু গ্রামের মানুষ না বহু দূর-দূরান্ত থেকে এসে পূজা মন্ডপ ও মেলা উপভোগ করেন ৷ মেলাকে কেন্দ্র করে শুধু কচি কাঁচাদের ভীড় জমায় তা নয় বয়স্ক মানুষদের এই মেলায় দেখা যাচ্ছে, ইতিমধ্যে মেলার উদ্বোধন করে গেছেন প্রখ্যাত সাংবাদিক মিহির গঙ্গুলি, এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক দেব কুমার বেরা ,ও সভাপতি শ্রীবাস নন্দী,বুদ্ধদেব মাইতি, সহ আরো অনেকে, উল্লেখ্য যে প্রত্যহ সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ৷