পঞ্চমবর্ষের পল্লিমঙ্গল উৎসবের সূচনা
সেখ সামসুদ্দিন
পাঁচ বছরে পা দিল পল্লিমঙ্গল উৎসব, সূচনা করলেন মেমারীর বিধায়ক নার্গিস বেগম। বিতর্কসভা , পাল্লারোড গার্লস স্কুলের ছাত্রীদের জিমন্যাস্টিক দিয়ে উদ্বোধন হয়। উৎসবের, আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতা, ক্যুইজ , শ্রুতিনাটক সহ সান্ধ্যকালীন অনুষ্ঠানে জমজমাট ছিল। এইবারের উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও নানারকম খেলাধূলার আয়োজন করা হয় উৎসবে, বিতর্কে অংশ নেন শিক্ষক থেকে রাজনীতিবিদ, বিষয় ছিল "মূল্যবোধ নয় বাড়ছে মূল্যবৃদ্ধি , দেশ ভক্তি নাকি সরকার ভক্তি দরকার কার শ্রীবৃদ্ধি" স্থানিয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতন, মেলায় শিক্ষানিকেতনের স্টল নজর কাড়ে সবার, বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গায়ক সুরজিত চ্যাটার্জি (ভূমি), বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক সুদীপ ঘোষ, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, মেমারীর বিডিও বিপুল কুমার মন্ডল ও পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জি।