বুধবার, জানুয়ারী ২৯, ২০২০

চাঁপাডাঙায় সেভ দ্য ন্যাচার থিম সরস্বতী পূজায়

সুভাষ মজুমদার

  
সেভ দ্যা নেচার  চাঁপাডাঙ্গা নস্করপুর গ্রামে সরস্বতী পূজার এবারের থিম।
অষ্টম বছরে পদার্পন করলো এই পুজো।
মূলত পৃথিবী থেকে বিলুপ্তির পথে গাছ,পশু ,পাখি কে বাঁচিয়ে রাখতে সাধরণ মানুষ কে বার্তা দেওয়া হয়েছে এই পূজা মণ্ডপ থেকে।এছাড়াও বর্তমানে জলের সংকট দেখা দিতে শুরু করেছে পৃথিবতে।জল অপচয় বন্ধ করতে বার্তা দেওয়া হয়েছে পূজা মণ্ডপ থেকে।
থার্মোকল মাটির ভাঁড় কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। পুজো কমিটির কর্ণধার মহারাজ নাগ মহারাজ নাগ নাগ তিনি জানান যে ভাবে সমাজে পশুপাখি, জল, ও গাছ লুপ্ত হয়ে যাচ্ছে সেই দিকে নজর দেওয়া আমাদের মূল লক্ষ্য হয়ে দাড়িয়েছে, সাধারণ মানুষের কাছে একটা আর্জি যে আপনারা জল অপচয় করবেন না, অযথা গাছ কেটে ফেলবেন না, অন্যদিকে পশু পাখিদের হত্যা করবেন না এই বিষয়বস্তু গুলোকে নিয়েই আমরা আমরা এই মণ্ডপে তুলে ধরতে পেরেছি ৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER