বুধবার, জানুয়ারী ২৯, ২০২০

বাংলাদেশের নেত্রকোনা জেলায় চার সাহিত্যিক সংবর্ধিত হলেন

সুসঙ্গ দুর্গাপুরে চার সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান।
বাবুল সাহা
 
, কলকাতা থেকে: বাংলাদেশের নেত্রকোণা জেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্ৰামে ২৩ জানুয়ারী ২০২০ বিকেলে জলসিঁড়ি পাঠকেন্দ্র রূপ নিয়েছিল এক মিলন মেলায়।
পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জলসিঁড়ি পাঠকেন্দ্র  দীপক সরকার জানান, ৭ম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকীতে চার সাহিত্যিককে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেস সাহা। সম্মাননা প্রাপ্তরা হলেন , ড.তরুণ কান্তি শিকদার, কথাশিল্পী ও অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র। লেখক ও সাংবাদিক ইশরাত জাহান উর্মি। গল্পকার দীলতাজ রহমান।৪ গুনীজন ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।শিক্ষাবিদ অধ্যাপক যতীন্দ্র সরকার। লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। সুসং সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। সংস্কৃতি কর্মী জেসমিন আক্তার। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম ও আলামিন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড. অর্ধেন্দু শেখর রায়, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER