সুসঙ্গ দুর্গাপুরে চার সাহিত্যিককে জলসিঁড়ি সম্মাননা প্রদান।
বাবুল সাহা
, কলকাতা থেকে: বাংলাদেশের নেত্রকোণা জেলার প্রত্যন্ত অঞ্চল গাভিনা গ্ৰামে ২৩ জানুয়ারী ২০২০ বিকেলে জলসিঁড়ি পাঠকেন্দ্র রূপ নিয়েছিল এক মিলন মেলায়।
পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক জলসিঁড়ি পাঠকেন্দ্র দীপক সরকার জানান, ৭ম বর্ষের প্রতিষ্ঠা বার্ষিকীতে চার সাহিত্যিককে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেস সাহা। সম্মাননা প্রাপ্তরা হলেন , ড.তরুণ কান্তি শিকদার, কথাশিল্পী ও অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাবন্ধিক অধ্যাপক বিধান মিত্র। লেখক ও সাংবাদিক ইশরাত জাহান উর্মি। গল্পকার দীলতাজ রহমান।৪ গুনীজন ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।শিক্ষাবিদ অধ্যাপক যতীন্দ্র সরকার। লেখক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। সুসং সরকারী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। সংস্কৃতি কর্মী জেসমিন আক্তার। জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম ও আলামিন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ড. অর্ধেন্দু শেখর রায়, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।