সঞ্জয় হালদার
ভারতের কমিউনিস্ট পার্টি পুরুলিয়া জেলাকমিটির উদ্দোগে পার্টি শতবর্ষ উপলক্ষে জেলার রাস ময়দানে এক জনসভার আয়োজন করেন । জেলার বিভিন্ন প্রান্ত থেকে উক্ত জনসভায় পার্টির কর্মিরা যোগ দান করেন।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ সুর্যকান্ত মিশ্র ও মহঃ সেলিম।