সানি প্রসাদ
সারা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরে ও এনআরসি সি এ এ বিরোধী মিছিল হল গত শুক্রবার। এদিন বর্ধমান স্টেশন থেকে এই মিছিল শুরু হয়ে কার্জন গেটে শেষ হয়। মিছিলে ছিলেন তৃণমূল শহর কমিটির সভাপতি অরূপ দাস, জেলা পরিষদ কর্মধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, মহিলা তৃণমূল সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, পরেশ সরকার সহ অন্যান্যরা।