সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০২০

পূর্বস্থলীতে বামেদের ক্রিকেট টুর্নামেন্ট

দারকানাথ দাস, 
গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI ও  ছাত্র ফেডারেশন SFI এর উদ্যোগে তিন দিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল (সরডাঙ্গা ও জাহান্নগর ক্লাবের মধ্যে) অনুষ্ঠিত হয় পূর্বস্থলী পেপারমিল মাঠে।পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে সূচনা হয়।পতাকা উত্তোলন করেন কমরেড প্রবীর দেবনাথ।আনুষ্ঠানিক উদ্বোধন করেন DYFI পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি কমরেড স্বর্ণেন্দু দাস। বিজয়ী সরডাঙ্গার হাতে ট্রফি তুলে দেন সংগঠনের জেলা সভাপতি কমরেড স্বর্ণেন্দু দাস বিজিত জাহান্নগরের হাতে ট্রফি তুলে দেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বীরেশ্বর নন্দী।উপস্থিত ছিলেন কমরেড অনুপ ঘোষ, সুমন্ত মুন্ডারী, টিঙ্কু দাস, সুভাষ সাহা, কার্তিক দাস, সোমনাথ সাহা, শান্তুনু দেওয়ান, নয়ন দাস, সুমন্ত দাস, সহ শতাধিক দর্শক বৃন্দ। ফাইনাল খেলা হয় জাহান্নগর ও সরডাঙ্গা দুই দলের মধ্যে। টসে জিতে আগে ব্যাট করে সরডাঙ্গা গ্রাম। নির্ধারিত ১৪ ওভারে ১৬৩ রান করে। জবাবে জাহান্নগর ১৪১ রানে অল আউট হয়ে যায়। ফলে সরডাঙ্গা ২২ রানে জয়লাভ করে। সরডাঙ্গা গ্রামের ইমরান  ব্যাক্তিগত ৪৯ রান এবং ১ টি উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়। ম্যান অফ দ্যা সিরিজ জাহান্নগরের মানিক। 22 রানে জাহান্নগরকে হারিয়ে জয়ী সরডাঙ্গা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER