প্রসেনজিৎ রায়
ব্লু চক স্টুডিওর পক্ষ থেকে নাকতলা এলাকার গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি,২০২০ আয়োজিত হতে চলেছে চলচ্চিত্র উৎসব। স্থানীয় কিছু চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিমনস্ক তরুণ-তরুণীর উদ্যোগে কার্নিভ্যালের চেহারা নেবে এই মিনি ফিল্ম ফেস্টিভ্যাল। গণমাধ্যম ও সংস্কৃতির বার্তা বহন করতে ভালো সিনেমার এখনও পর্যন্ত কোনো বিকল্প নেই। নানা নাগরিক অসুবিধার কারণে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবি দেখতে যাওয়ার চিরাচরিত বাঙালি-সুলভ অভ্যাস এখন অনেকটাই পড়তির দিকে। সেই পরিস্থিতিতে এইধরণের চলচ্চিত্র সমাবেশ দর্শনার্থীদের উপহার দিতে চলেছে এক অন্যরকম নস্ট্যালজিয়া। উদ্যোক্তাদের কাছ থেকে প্রদর্শিত হতে চলা মোট ২৪টি ছায়াছবির যে তালিকা পাওয়া গেছে তাতে ভিন্ন রুচি ও স্বাদের মেলবন্ধন প্রতিফলিত হয়েছে। হুগো, দ্য জেনারেল, জেনেসিসের পাশাপাশি আছে সংসার, দেয়া নেয়ার মত মনোগ্রাহী সিনেমা। তিন দিন ধরে এই সব ছবির প্রদর্শন চলবে নাকতলার সেকেন্ড স্কিম ময়দানে। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই এই উজ্জ্বল উদ্যোগটির সাফল্য কামনা করে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েছেন।