সেখ নিজাম আলম
বৃহস্পতিবার বনবিভাগ দক্ষিণ পূর্ব চক্রের পরিচালনায় ৬ ও ৭ ই ফেব্রুয়ারি কাঁকসা ব্লকের রঘুনাথপুর বনবান্ধব উৎসব পালিত হলো ম।উদ্বোধন করেন বনদপ্তর মন্ত্রী রাজীব ব্যানার্জী। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ,আউশগ্রাম বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউশগ্রাম ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দার আলি, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা প্রমূখ। জানা যায় উক্ত অনুষ্ঠানে হাঁস,মুরগী,ছাগল ও শুকর বিতরন করা হয়।