উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়
জয়নগর : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানার সাহাজাদাপুর গ্রামে। বকুলতলা থানার সাহাজাদাপুর অঞ্চলের সাহাজাদাপুর গ্রামের বাসিন্দা সুপ্রকাশ হালদারের সঙ্গে প্রেম ভালোবাসা করে গত চার বছর আগে বিয়ে হয় পায়েল হালদারের। তিন বছর আগে তাদের একটি পুত্র সন্তান হয়েছিল। পায়েলের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, প্রেম ভালোবাসা করে বিয়ে করার জন্যই তাঁরা প্রথমে মেনে নেন নি এই সম্পর্ক। পরে মেয়ের কথা ভেবে তাঁরা মেনে নিয়ে ছিলেন, কিন্তু বিয়ের পর থেকে জামাই কোনো কাজ করত না এবং নানাভাবে তাঁর মেয়ের উপর জামাই ও তাঁর পরিবারের সবাই অত্যাচার চালাতো এমনটাই অভিযোগ পায়েলের বাপের বাড়ীর লোকে দের। তাঁরা আরো জানালেন,প্রায় সময় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মেয়েকে, গরিব মানুষ হয়ে ও যতটুকু সম্ভব তাঁরা সাহায্য করেছেন কিন্তু বুধবার রাতে তাদের কাছে খবর আসে তাদের মেয়ে বিষ খেয়েছে, পায়েলের বাবার দাবি তাদের মেয়েকে পিটিয়ে মেরে মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। মৃতার বাবা অশোক দাস ও মা মীরা দাস অভিযুক্ত জামাই ও তাঁর পরিবারের লোকেদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। বকুলতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। তবে ঠিক কীভাবে ওই গৃহবধূ মারা গেল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ ।