সঞ্জয় হালদার
পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার বান্দোয়ান বাই পাস রোডের চিলার জোড়ে এক ব্যক্তির মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল।স্থানিয় সুত্রের খবর ভোরবেলা এলাকার বাসিন্দারা জলের মধ্যে একটি দেহ ভাসতে দেখে স্থানিয়রা থানায় খবর দেয়,পরে পুলিস এসে দেহটাকে জল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। উক্ত ব্যক্তির নাম কমল মাহাত বয়স আনুমানিক ৪৫ পিতা সত্য মাহাত বাড়ি বান্দোয়ান থানার মধুপুর গ্রামে।