ওয়াসিম বারি
উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বাদুড়িয়ার রাজপথে NRC,CAA ও NPR এর বিরুদ্ধে বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস নেতা তুষার সিং এর নেতৃত্বে মুখে কালো কাপড় বেঁধে মৌনমিছিলে পুরুষ ও মহিলা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা বাদুড়িয়ার রাজপথে।