সেখ সামসুদ্দিন
যাত্রী প্রতীক্ষালয় এখন অপকর্মের ঠেক। পাল্লারোড এলাকায় বাস ট্রেকার যাত্রীদের সুবিদার্থে পাল্লা রোড কলানবগ্রাম পাল্লার ৩ মাথার মোড়ে প্রাক্তন বিধায়ক তহবিল থেকে বেশ কয়েক বছর আগে ১টি যাত্রী প্রতিক্ষালয় তৈরী করা হয়। কিন্তু দু:খের বিষয় প্রতিক্ষালয়টিতে আলোর ব্যবস্থা না থাকায় রাতের অন্ধকারে দু:স্কৃতিদের অত্যাচারে নোংরা হয়ে যাত্রী অপেক্ষার অযোগ্য জায়গা হয়ে উঠেছে। নিয়মিত পরিস্কারের ব্যবস্থা না থাকায় ধুলো বালি নোংরাতে ভরে আছে ঘরটি, রাতের অন্ধকারে বসছে মদ জুয়ার আসর, নানা অপকর্মের আদর্শ জায়গা দু:স্কৃতিদের কাছে এটি এখন। স্থানীয় প্রশাসনের কাছে সাধারণ মানুষের একান্ত অনুরোধ এই যাত্রী প্রতীক্ষালয়টি নিয়মিত পরিস্কারের ব্যবস্থা করা হোক, সাথে রাতে আলোর ব্যবস্থা করলে বন্ধ হতে পারে অপকর্ম।এই ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের হস্তক্ষেপ কাম্য।