রবিবার, এপ্রিল ১২, ২০২০

লকডাউনে কৃষির ক্ষতির জন্য শস্যবিমা দাবি

জুলফিকার আলি, 
  

দেশপ্রাণ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউনের কারনে চাষীভাই দের যত্নের অভাব,দাবদহনে প্রয়োজনীয় জলের অভাব ও দমকা হাওয়ার কারনে ধানশীষ কোথাও সাদা,কোথাও ফোঁসা বা কোথাও পরাগ নষ্ট হয়ে অাগড়া ধানের রূপ নিচ্ছে।এই কঠিন সময়ে বোরোচাষে মার  চাষীদের সর্বনাশের মুখোমুখি দাঁড় করিয়েছে।বুলবুল ঝড়ের থেকেও ফসলের ক্ষতি অারো বেশী হবে।অবিলম্বে কৃষকদের বরো ধানচাষের শস্যবীমার ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়ে জেলা কৃষিদপ্তরের অাধিকারিক কে ই-মেল পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।মামুদ হোসেন জানান রাজ্যসরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের ও দৃষ্টি অাকর্ষণ করা হয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER