রবিবার, এপ্রিল ১২, ২০২০

রক্তদান শিবির আয়োজনে ভগবানপুর যুব সংঘ

জুলফিকার আলি, 
  

পূর্ব মেদিনীপুর ঃ ভগবানপুরঃ  একদিকে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে সারা দেশে লকডাউন। পাশাপাশি গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবার অনেকসময় রক্তের সঙ্কটও দেখা যায়।  আবারও  করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতিবছর এই গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি রক্তদানের আসর করতো। কিন্তু  তা একপ্রকার করোনার আতঙ্কের জেরে বন্ধ।তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্নভাবে প্রচারও যেমন করা হচ্ছে।আবার কখনও  জেলার পুলিশসুপার কিংবা জেলাশাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন।তবে এবারও তা ব্যতিক্রম হয়নি এক স্বেচ্ছাসেবী সংস্থার। এ দিন  রক্তদান জীবনদান- এই অঙ্গীকারকে সামনে রেখে রক্তদান শিবির করতে এগিয়ে এলো ভগবানপুর 'যুব সংঘ'।  আয়োজন করা হয়েছিলো রক্তদানের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মদনমোহন পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শেখ মুরাদ আলি, সম্পাদক সফিউল্লা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক শেখ রজব আলি ও বিশিষ্ট সমাজসেবী শেখ উকিল আলি প্রমুখ। এগরা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উদ্যোক্তা সংস্থার তরফে জানানো হয়েছে,  সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে। এ দিন সরকারী নিয়ম মোতাবেক ৩০ জন রক্তদান করেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER