শনিবার, এপ্রিল ১১, ২০২০

তালিদে খাদ্য সামগ্রী বিলিতে জয় হিন্দ বাহিনী

সেখ রতন
 
বর্ধমান ১ নং ব্লক জয় হিন্দ বাহিনী র সভাপতি সেখ হালিম সাহেবের উদ্যোগে আজ তালিত গ্ৰামে আনুমানিক ৮০০ জন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হল। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনী র সভাপতি রবীন নন্দী মহাশয়,,, বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক  নিশীথ মালিক মহাশয়,,, পুলিশ আধিকারিক মাননীয় সুব্রত মন্ডল মহাশয় ,,, বর্ধমান উত্তর বিধানসভা জয় হিন্দ বাহিনী র চেয়ারম্যান সেখ ডালিম,,, পূর্ব বর্ধমান জেলা কিষান ক্ষেতমজুর সেলের কার্যকারী সভাপতি আব্দুল খালেক খন্দেকার,,, বর্ধমান ১ ব্লক জয় হিন্দ বাহিনী র সভাপতি সেখ মালেক,,, রায়ান ১ অঞ্চল জয় হিন্দ বাহিনী র সভাপতি সেখ আলাউদ্দিন,,, চেয়ারম্যান পাপ্পু খান সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER