আহত ভালোবাসা
দুর্গা মিত্র
সারাটি জীবনের কষ্ট দুঃখ
মোর কাছে গেলে রেখে,
আমার জগৎ ছিল তোমাকে ঘিরে
প্রানটা সঁপে ছিলাম হাসিমুখে।
কত ব্যথা-বেদনা সয়েছে
এই হৃদয় খানি,
সময়ের ঘাত-প্রতিঘাতে
হয়েছিল অভিমানী।
ভুগেছি অজানা রোগ-অসুখে
হারানোর ব্যাথা বেজেছে বুকে
খুশি ছিলাম তবু ব্যস্ত জীবনে
মিথ্যে পাওয়ার ক্ষনিক সুখে।
সারাটা জীবন অবহেলা দিয়ে
কাঁদালে তুমি আমায়,
চলে গেলে দুর হতে দুরে
একাকিনী আমি পথ চায়।
বেদনায় মন কাঁদে অবিরাম
অপুর্ন প্রেম নিয়ে বুকে,
তার ছেঁড়া বীণা বাজে হৃদি মাঝে
আহত ভালোবাসার পরশ মেখে।