সেখ সামসুদ্দিন
মেমারি বিডিও অফিস চত্বরে দেখা গেল এক ভবঘুরে। প্যান্ট সার্ট পরা, শিক্ষিত ও আভিজাত্যের ছোঁয়া, সঙ্গে একটা বড়ো ব্যাগে জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিস সব আছে। কথাবার্তায় মানসিক রোগী বলেই ধারণা হল। বিডিও অফিস চত্বরে বেশ কিছু দিন ধরে ঘোরাঘুরি করছে। টাকা পয়সা দিলে নেয় না। বিডিও বলে দেওয়ায় দিনে টিফিন, চা দুপুরের খাবার দেয়া হয়। পায়ে কোন ইনফেকশন আছে। নাম গৌতম মুখার্জী, কলকাতা টেরিটি বাজার এলাকার বিএসএনএল অফিসের স্টাফ এবং বাড়ি হাওড়া বলে জানা যায়। বাড়িতে কে আছে জানতে চাইলে বলে বিয়ে করেনি, একটা ছোট বোন আছে। ছবি তুলতে গেলে তীব্র আপত্তি জানাই, বলে প্রচুর রেডিয়েশন। ফলে অনেক দূর থেকে একটা ছবি নিয়ে ক্রপ করে নেয়া হয়, সেটাও দেখে বলে আপনাকে বাড়ন করলাম, আপনি তারপরেও ছবি নিলেন, রেডিয়েশনে মারবেন। উনি কলকাতায় প্রচুর দূষণ এবং দূষণে এলার্জী আছে বলে এদিকে পালিয়ে এসেছেন। বিএসএনএল যে ভিআর বা ভিআরএস নেওয়ার বিষয়টিও ওয়াকিবহাল কিন্তু ওনার চাকরি কেউ খেতে পারবে না। ট্রেন চললেই ফিরে যাবে। অফিস থেকে তিনবার চিঠি দিয়েছে অফিসে জয়েন করার জন্য। তবে মনোবিকারের রোগী বলেই মনে হয়। জয়েন্ট বিডিও বলেন দেখুন নিউজ করে যদি কোনো সন্ধান বের হয়।