শনিবার, এপ্রিল ১১, ২০২০

করোনায় চরম সর্তকতা পূর্ব মেদনীপুর হোমগুলিতে

জুলফিকার আলি, 
  
পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর , জেলা প্রশাসনের অফিস তমলুক,পূর্ব মেদিনীপুর এর তরফ থেকে আজ  9 ই এপ্রিল ২০২০ জেলা প্রশাসন দপ্তরের কনফারেন্স হলে জেলা সমাজ কল্যাণ দপ্তর এর আওতায় জেলার মোট 22 টি আবাসিক হোম (জুভেনাইল জাস্টিস,বৃদ্ধাশ্রম, স্বধার গৃহ) করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে হোমের আবাসিকদের সুরক্ষিত রাখার স্বার্থে ব্যবহারের জন্য 22 টি হোমের প্রতিনিধিদের হাতে 180 কেজি  ব্লিচিং, 750 টি মার্কস,107 হ্যান্ড স্যানিটাইজার ও ১০৭ টি হ্যান্ডওয়াশ তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বমেদিনীপুর এর জেলাশাসক পার্থ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক সাধারণ সুদীপ সরকার, জেলা সমাজ কল্যাণ আধিকারিক শ্রী পূর্ণেন্দু পৌরাণিক ,জেলা শিশু সুরক্ষা ইউনিটের লিগ্যাল কাম প্রবেশন অফিসার শ্রী আলোক বেরা ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER