শনিবার, এপ্রিল ১১, ২০২০

কোলাঘাটে সিদ্ধা ২ নং অঞ্চলে আদিবাসীরা খাদ্য সামগ্রী চাইছে


জুলফিকার আলি, 
  কোলাঘাট ব্লকের সিদ্ধা - ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনি শাসন, গোপালনগর, দেহাটী,কলিশ্বর গ্রামের প্রায় শতাধিক আদিবাসী পরিবার গত ২২মার্চের পর থেকে খুবই কষ্টের মধ্যে দিন গুজরান করছে। এ পর্যন্ত আলাদা করে কোনো সরকারি সাহায্য ওদের কাছে পৌঁছায়নি। ওই আদিবাসী পরিবারের হাতে খাওয়ার জন্য সরকারি সাহায্য দেওয়ার দাবি জানিয়ে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জেলাশাসক পার্থ ঘোষ কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডলের কাছে হোয়াটস্অ্যাপ মারফত স্মারকলিপি দেওয়া হয়।
পরিষদের সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন, ঐ পরিবারগুলির প্রায় তিন শতাধিক মানুষ কয়েকদিন ধরে অর্ধভুক্ত রয়েছে। ওদের অবিলম্বে সরকারি সাহায্যের প্রয়োজন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER