জুলফিকার আলি,
শনিবার রাজভবনে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা। রাজ্যপালের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরতে চান তাঁরা।
করোনা মোকাবিলায় অন্যতম হাতিয়ার হল পরীক্ষা করানো। সেখানে বিজেপির অভিযোগ, রাজ্যে যথাযথভাবে পরীক্ষা করানো হচ্ছে না। এছাড়াও করোনায় মৃতের সংখ্যাও রাজ্য গোপন করছে বলে গুরুতর অভিযোগ তুলেছে বিজেপি। এদিন রাজ্যপালের কাছে সেই বিষয়টি তুলে ধরতে চান তাঁরা। লকডাউনে দুঃস্থ পরিবারগুলির মুখে অন্ন তুলে দিতে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। কিন্তু সেক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির নেতাদের দাবি, মুখ দেখে রেশন দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মীরা বেশি চাল তুলে নিচ্ছেন।