শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০

৭০টি দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালো সরমস্তপুর যুব সংঘ

সেখ সামসুদ্দিন

  নোবেল করোনা ভাইরাস (COVID 19 ) এর তান্ডবে জেরবার যখন গোটা বিশ্ব, লক আউট এর জেরে সরকারী নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই সরমস্তপুর যুব সংঘ ৭০ টি দিন আনা দিন খাওয়া পরিবারের মধ্যে বিতরণ করা হলো অত‍্যাবশ্যক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ( চাল, ডাল, আলু, আটা, মুড়ি, লবন, সাবান, হ্যান্ড স্যানিটাইজার)। এছাড়াও কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় এবং কিছু বয়স্ক মানুষের প্রেসার মাপা হয়। যাদের ঔষধ প্রদান করা হয় তাদের মধ‍্যে উল্লেখযোগ্য হল-
মঞ্জু রায়- প্রেসার সংক্রান্ত,
গীতা সিং- সুগার,
জাইনাব বেগম- সুগার ও প্রেসার, রামপদ রায়- হাঁপানি,
চন্দ্রশেখর পাল- হাঁপানি,
শিবানী হাজরা- সুগার,
মানিক সিং - সুগার,
ববি সিং - চর্ম সংক্রান্ত বলে জানান সরমস্তপুর সরমস্তপুর যুব সংঘের সদস‍্যবৃন্দ। এছাড়াও ৫ হাজার টাকা মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER