নিশি
সংযুক্তা দাঁ
রাতগুলো নিশ্চুপে
বলে কানে কানে।
নীরবের অবকাশে
সাড়া দেয় মনে।।
তারা যেথা ফুটফুটে
জ্বেলে দেয় আলো।
রাত কহে অভিমানে
ঝরাই সে কালো।।
আকাশের বাতি বুঝি
মেঘ মাখে আদরে।
বসন্তের রূপ ওঠে
ঘুম স্যাঁকা চাদরে।।