শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০

কাঁথির নেতাজি মার্কেটে দোকানে বেশি মূল্য নেওয়ার অভিযোগ

জুলফিকার আলি
  

লকডাউনের সুযোগ নিয়ে কাঁথি পৌরসভার নেতাজী মার্কেট বাজারে বি জি স্টেশের্নাস দোকানে দিনের পরদিন নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ । এই দোকানটি লকডাউনের আগে প্রসাধনী দোকান ছিল রাতারাতি দোকান খুলে রাখার জন্যে কিছু মুড়ি, জল, বিস্কুট সিগারেট এবং পান মশলার দোকান খুলে বসে এবং মাত্রাছাড়া দাম নিতে শুরু করে বলে দাবি। এলাকার মানুষ প্রতিবাদ করে মার্কেট কমিটি কে জানান।  মার্কেট কমিটি ওই ব্যাবসায়ী কে সাবধান করে কিন্তু এই দোকানদার কোন কথার কর্নপাত না করে আগের মত বাড়তি দাম নিতে থাকে। দ্রব্য মুল্য মুড়ি ১ কেজি ৬০ টাকা বিস্কুট ব্রিটানিয়া ক্রীমকেকার  ৪৫ টাকা জল ১ লিটার ২৫ এবং ২ লিটার ৫০ টাকা। এলাকা বাসিদের দাবি এই ব্যাপারে কাঁথি পৌরসভা আ ব্যাবস্থা নিক।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER