সাধন মন্ডল,
তোড়ায় কেয়ার লকডাউন। চারিদিকে যখন কোরোনা আতঙ্কে লকডাউন চলছে ঠিক সেই সময় জঙ্গলমহল এলাকার বিভিন্ন ব্যাংকের শাখায় হাজার হাজার মানুষের টাকা তোলার জন্য দীর্ঘ লাইন সেখানেই ঠাসাঠাসি করে লাইনে দাঁড়িয়েছে সবাই সামাজিক দূরত্ব বজায় রাখার কোন চিন্তা ভাবনাই নেই নেই মানুষ গুলোর মধ্যে।। তাছাড়া তাদেরকে বারবার সিভিক পুলিশ রা বোঝাতে গেলে বিরক্ত হচ্ছেন সাধারণ মানুষ গুলো। রাইপুর, সারেঙ্গা, সিমলাপাল,তালডাংরা,খাতড়া,রাণীবাঁধ প্রভৃতি ব্লকের ব্যাঙ্ক গুলিতে।আজ সারেঙ্গা ব্লকের বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর পি মোড় শাখায় গিয়ে দেখা গেল প্রায় 400 মানুষ লাইনে দাঁড়িয়েছেন তাদের টাকা তোলার জন্য বিশেষ করে জন ধন প্রকল্পের টাকা তোলার জন্য। মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে বলে বোঝা গেল তারা শুনেছেন এই টাকা না তুলে নিলে ফেরত চলে যাবে এই আতঙ্কে সবাই একসাথে ভিড় করেছে টাকা তোলার জন্য। করোনার কথা তাদের বললে তারা বলেন ওসব ছাড়োতো মশায়, আমাদের এখানে তো কিছু হয়নি যেখানে হচ্ছে সেখানে হচ্ছে তাতে আমাদের কি? টাকা তুলতে হবে না হলে ফেরত চলে যাবে তাই টাকা তুলতে এসেছি। গুজবের কারণে ব্যাংকে ভিড় বাড়ছে অবিলম্বে সতর্কতা প্রয়োজন।