শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০

এবার আলো জ্বালিয়ে করোনায় একতা দেখতে চান প্রধানমন্ত্রী

জুলফিকার আলি, 

  আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী করনা ভাইরাস মোকাবিলায় জাতির উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা দিয়েছেন। 5 th এপ্রিল রবিবার রাত 9 টায় বাড়ির সমস্ত আলো বন্ধ রেখে বাড়ির  দরজায়, বা ব্যালকনিতে দাঁড়িয়ে এবং কেউ বাড়ির বাইরে না গিয়ে।নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে মোমবাতি, প্রদীপ, টর্চ, বা মোবাইল এর ফ্লাস লাইট জালিয়ে 9 মিনিট এর জন্যে ভারত মাতার উদ্দেশ্যে উৎসর্গ করবো। এটার মূল উদ্দেশ্য হলো আমরা 130 কোটি ভারতবাসী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আছি। আর আমরা কেউ ভয় পায় না। কেউ একা নয় আমরা সবাই সবার পাশে আছি। আমরা জিতবোই করোনা ভাইরাস কে হারাবোই। মানুষ এর জিত হবেই। এবং গোটা বিশ্বকে আমারাই দিশা দেখাবো। দয়া করে এখন কেউ রাজনৈতিক তরজা করবেন না।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER