গত ৩০ শে মার্চ থেকে আজ অবধি পথের ভিখারি থেকে শুরু করে মানসিক রোগী ও আটকে থাকা খালাসী-ড্রাইভারদের বিভিন্ন খাবার বিতরণ করলেন ন্যাসন্যাল হাইওয়ের পক্ষ থেকে। ন্যাশনাল হাইওয়ের ইনসিডেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার দেব সেনাপতি জানান, এই কর্মসূচি আমাদের চলতেই থাকবে। কখনও ফলের যুশ,কখনও খেচুরী রান্না আবার কখনও কাঁচা সব্জি যেমন,চাল,আলু,তেল,টমেটো প্রভৃতি বিতরণ করা হচ্ছে। জানা যায়, প্রতিদিন ৪০ থেকে ৪৫ জনকে কখনও রান্না করে খাবার দেওয়া আবার কখনও কাঁচা সব্জি বিতরণ করা হচ্ছে। দূর্গাপুরের অধীনে পি,আই,ইউ পানাগড়- পালসিট বিভাগের প্রকল্প পরিচালক ও ব্যাবস্থাপক কারিগরির নেতৃত্বে নেতৃত্বাধীন পানাগড়ের বিভিন্ন অঞ্চলের সি,ও,ভিউ-১৯ এর বর্তমান সঙ্কট পরিস্থিতি বিবেচনা করে দূর্গাপুরীদের মাঝে খাদ্যপ্যাকার বিতরণ করা হলো। পালসিট সেকশন আই,এম,টি সহ আদ্যা কনস্ট্রাকশনের অন্যান্য আধিকারীকরা সমস্ত গভঃ গাইড, গাইডলাইন পর্যবেক্ষণ করে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। দেব সেনাপতি জানান,আমদের দৃঢ় বিশ্বাস এই সংকট আমরা কাটিয়ে তুলবো।