নতুন দিনের অপেক্ষায়
রাজকুমার দাস,
এক একটা দিন এখন বেশ ক্লান্ত
সারা রাত চোখে ঘুম নেই প্রায়;
নিঃস্তবধতার মাঝে পুরানো যত স্মৃতি
আজ যেন প্রতিধ্বনি হয়ে ভেসে বেড়ায় কোরোনা র বাতাসে।
সারা বিশ্বের মানুষ আজ কাতরে মর্মাহত,
কেউ স্বজন শোকে আবার কেউ আক্রান্ত
মরণ ভাইরাস চীন থেকে প্রস্ফুটিত;
তবে ভারতের মতো একশো ত্রিশ কোটির লড়াই যেন থমকে নেই।
আমরা করবো জয়,আমরা করবো জয় একদিন,
এই মন্ত্রতে আজ গোটা বিশ্ব
কোরোনা কে এই যুদ্ধে পরাজিত যে হতেই হবে! নতুন সূর্য্যের হাসিতে খেলবে নব জন্মের ন্যায়
আমাদের সবুজ ঘেরা হিংসামুক্ত পৃথিবী।
আমরা সেই দিনের অপেক্ষায় মাত্র.......