বুধবার, এপ্রিল ০৮, ২০২০

মেমারির বাগিলায় এসডিপিও দেখলেন করোনায় দুর্গতদের

সেখ সামসুদ্দিন, 

  মেমারি শহর অভিযানে এসে এসডিপিও ভিজিট করলেন মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলের বাগিলা নিম্নবুনিয়াদী স্কুলে। লকডাউন পরিস্থিতিতে হাওড়া থেকে মুর্শিদাবাদ ও বীরভূম ফিরে যাওয়ার প্রচেষ্টার মধ‍্যে মেমারি থানা ১ মহিলা সহ ৩৭ জনকে ঐ স্কুলে রাখার ব‍্যবস্থা করে। বাগিলা অঞ্চল সভাপতি তথা মেমারি ১ ব্লক যুব সভাপতি নিত‍্যানন্দ ব‍্যানার্জী ও যুব সম্পাদক তথা পঞ্চায়েত সদস‍্য প্রলয় পালের  তত্বাবধানে তাদের থাকা খাওয়া সহ যাবতীয় দেখভালের কাজ চলছে। ওখানে থাকা পরিযায়ী শ্রমিকরা দিনের পাঁচ টাইম চা-বিস্কুট, টিফিন, দুপুর ও রাতের আহারের ব‍্যবস্থাপনায় অত‍্যন্ত খুশি এবং তারা বাড়িতেও জানিয়ে দেয় এখানে তারা খুব ভাল আছে, চিন্তা করার কোন প্রয়োজন নেই। তাদের বাড়ির লোকেরাও খুশি বলে জানায়। আজকের দুপুরের মেনু ছিল ভাতের সঙ্গে আম-আলু-মুসুর ডালের তরকারি এবং রাতের মেনুতে মুরগির মাংস রাখ আছে বলে জানান প্রলয় পাল। তিনি আরও জানান ইতিমধ্যে মেমারি ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা ও সভাপতি কুমার কান্তি রায় চাদর ও মশারি দেয়। মেমারির আঁচল সংস্থা, বিবেকানন্দ ইয়ংস কর্নার, বাগিলা আলোক সংঘ, বাগিলা গনেশ পুজো কমিটি, দধিচী একদিন করে পৃথকভাবে খাবার দেয়। পাল্লা পল্লীমঙ্গল সমিতি খাদ‍্যদ্রব‍্যের সঙ্গে মাস্ক, স‍্যানিটাইজার, সাবান ইত‍‍্যাদি দেয়। মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন লুঙ্গি, শাড়ি, মাজন, সাবান, মশকিট, হারপিক, ফিনাইল ইত্যাদি দেয়। তৃণমূল নেতা প্রসুন দাস ও সৌরভ সাঁতরা গেঞ্জি, মাদার টেরেসা নার্সিং হোম থেকে লুঙ্গি ও চুড়িদার এবং মেমারি নির্মাণ কর্মী ইউনিয়ন চিঁড়ে- চিনি দিয়ে যায়। এর বাইরে গ্রামের মানুষ ও মেমারি থানার পুলিশ  সার্বিক সহায়তা দিচ্ছেন। প্রলয় পাল ক্ষোভ জানান এসডিও এবং এডিএম (জেলা পরিষদ) মেমারি ব্লকে এলেও একবার এই শিবির পরিদর্শনে না আসার জন‍্য। তবে লকডাউনের বিষয়ে ব‍্যাপক প্রচার করছেন অঞ্চলে, এদিনেও প্রচার পর্ব শেষ করে মধ‍্যাহ্নভোজের সময়ে শিবিরে আসেন। এসডিপি এই শিবিরে এসে মহিলা সহ সকলের সঙ্গে কথাবার্তা বলে সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। যতদিন লকডাউন চলবে নিশ্চিন্তে এখানে থাকুন শ্রমিকদের বলে যান এসডিপিও আমিনুল ইসলাম।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER