বুধবার, এপ্রিল ০৮, ২০২০

সাংবাদিকদের করোনা সচেতনতা বাড়াতে মাস্ক বিলিতে সভাধিপতি

সেখ রতন 

করুনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশজুড়ে চলছে লকডাউন ।এই অবস্থায় চিকিৎসাক সহ বেশ কিছু আপৎকালীন পরিষেবা চলছে ।সেইসব দফতরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজে বের হচ্ছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে ,এই অবস্থায় যারা ঘরের বাইরে বেরোবেন ,তাদের কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে ।জার মধ্যে আছে মাক্স পড়ে বাইরে বেরোতে হবে,বারেবারে সাবান দিয়ে হাত ধুতে হবে ,এইসব বিষয় মাথায় রেখে বুধবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের কর্মীদের মাক্স ও সাবান দেওয়া হল। সভাধিপতি শম্পা ধারা সকলের মধ্যে মাক্স ও সাবান বিলি করলেন। পাশাপাশি এদিন সাংবাদিকদের মধ্যে মাক্স ও হাত ধোয়ার সাবান বিলি করা হয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER