মনের অজান্তে
আরতি সেন
মনটা আমার হারিয়ে গেছে
অজানা দিগন্তে।
আজ আবার হারিয়ে যাচ্ছি
মনের অজান্তেই।
খুঁজে আমায় পাবেনা কেউ
অচিনপুরের মাঝে।
পথে পথে ঘুরবো কেবল
সকাল এবং সাঁঝে।
ভোরের আকাশ রাঙিয়ে দিয়ে
উঠবে যখন রবি।
দূরের থেকে দেখবো তখন
আকশের ওই ছবি।
গাছের শাখে পাখিরা সব
করবে মাতামাতি।
তারার দেশে তারা গুনে
কাটিয়ে দেবো রাতি।
মনের খবর জানবে না কেউ
চাইবে ইতিউতি।
অন্ধকার কাটবে কিছু
জোনাকি দেবে বাতি।
রাতের ফুলের সৌরভতে
আসবে জুড়িয়ে আঁখি।
সকাল হলে ঘুম ভাঙবে
ডাকবে যখন পাখি।
হারিয়ে গেছি, হারিয়ে যাবো
আজ থেকে বহুদূর।
মরুভূমির বালিয়াড়ি
কিম্বা সমুদ্রর।
পথ দেখাবে শঙ্খচিলে
আকাশ পথে যেতে।
আবার আমি হারিয়ে যাবো
অন্য দিগন্তে।