বুধবার, এপ্রিল ০৮, ২০২০

নবদ্বীপ হাসপাতাল জীবাণু মুক্ত করতে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ

শ্যামল রায়

  নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে জীবাণুমুক্ত করল দমকল বাহিনীর কর্মীরা। ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
বুধবার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করল নবদ্দীপ দমকল বাহিনীর কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্যের অন্যতম প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এবং হাসপাতালে বাপ্পা ঢালী সহ অনেকে।
করোনাভাইরাস এর জেরে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউন এর প্রাক্কালে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত সমিতি এবং হাসপাতালে চলছে জীবাণুমুক্ত করার কাজ। ইতিমধ্যে এই কাজে যুক্ত হয়েছেন দমকল বিভাগের কর্মীরা। এদিন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন প্রান্তের বিল্ডিংগুলো জীবাণুমুক্ত করল দমকল কর্মীরা। মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থেকে বলেন যে করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে কারণ এই রোগ অতি ভয়ঙ্কর প্রতিদিন বাড়ছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন যথেষ্ট তৎপর হয়েছেন সকলকে সচেতন করতে আমিও বিভিন্ন জায়গায় গিয়ে অসহায় গরীবদের পাশে দাঁড়াচ্ছে খাদ্য সামগ্রী তুলে দিতে পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলি জীবাণুমুক্ত করার কাজে নিজেকে উপস্থিত রাখতে পারছি এবং সচেতন করছি মানুষকে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER