কোভিড ১৯(করোনা ভাইরাস) এর বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাশে থাকতে এবারে ধনিয়াখালি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্রের মা বেচারানী পাত্র নিজের এক বছরের পেনশনের ৬০,০০০( ষাট হাজার) টাকা রাজ্য সরকারের আপৎকালিন রিলিফ ফান্ডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে তিনি তুলেদেন ৷