সোমবার, মে ০৪, ২০২০

নবদ্বীপের গৌড়গঙ্গায় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে

শ্যামল রায়
 

নবদ্বীপ শহরে  গৌরগঙ্গায় স্পোটিং ক্লাবের তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নবদ্বীপে গৌর গঙ্গা স্পোটিং ক্লাবের তরফ থেকে এলাকার গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। রবিবার শহরের ১১ নম্বর ওয়ার্ডের পোড়া ঘাট রোডের অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন সম্পাদক অরবিন্দ রায়। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সাহা ও গৌড় হরি সহ সহ অনেকে। সম্পাদক অরবিন্দ রায় জানিয়েছেন যে তৃতীয় দফায় লকডাউন শুরু হয়েছে তাই বহু গরিব মানুষ আছেন যারা খাবারের জোগাড়ে অসহায় হয়ে পড়েছেন। আমরা চাই কোন মানুষ যাতে অনাহারে অসুস্থ হয়ে পড়েন তার জন্য এদিন খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে আড়াইশো লোকের হাতে।
এছাড়াও এদিন নবদ্বীপ শহরের ৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাঁচামাল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালী হালদার ও বাবু নাগ সহ অনেকে। স্থানীয় কাউন্সিলর মিতালী হালদার জানিয়েছেন যে লকডাউন চলাকালীন বহু গরিব মানুষ আছে যাদের মধ্যে অভাব শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার এক হাজার পরিবারের হাতে কাঁচামাল সবজি তুলে দিয়েছি। খুশি এলাকার মানুষ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER