সোমবার, মে ০৪, ২০২০

কাটোয়ার বিলেশ্বর অঞ্চলে খাদ্য সামগ্রী বিলি

শ্যামল রায়
  

করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। দীর্ঘদিন লকডাউন চলার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে ।সেই সমস্ত সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন সমাজকর্মী মানবাধিকারকর্মী সহ অনেকে ।
রবিবার জানা গিয়েছে যে কাটোয়া থানার বিলেশ্বর গ্রাম পঞ্চায়েতের  অনাথদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিশিষ্ট কবি ও রক্তদাতা জয়দেব দত্ত জানালেন এলাকার "বারন্দা পরমানন্দ সেবা আশ্রম" এবং গোয়াই প্রেমানন্দ প্রতিবন্ধী স্কুলের অনাথ আশ্রমে আন্তরিকতার সাথে তুলে দেওয়া হয়েছে পাউরুটি-কলা-মিষ্টি এবং নগদ অর্থ। ৩২ জন অনাথ শিশু  খুশি ।
এলাকার আরও কয়েকটি আশ্রমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়িয়ে কাজ করে চলেছেন জয়দেব দত্ত। পরিস্থিতির শিকার মানুষদের অর্থ সাহায্য করেছেন সামর্থ অনুযায়ী। পথ কুকুর এবং রাস্তায় বিচরণ করা গরুদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাডব্যাংকে রক্তসংকট দূর করতে রক্তদাতা নিয়ে এসে ব্লাডব্যাংকে রক্তদান করে মুমূর্ষু রোগীর প্রাণ রক্ষার্থে নীরবে কাজ করে চলেছেন জয়দেব দত্ত। সারাজীবন বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন সমাজকর্মী মানবাধিকার কর্মী ও রক্তদাতা জয়দেব দত্ত। বর্তমান পরিস্থিতিতে এই মহতী কাজের জন্য এলাকাবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।  

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER