মঙ্গলবার, মে ০৫, ২০২০

এগরা ২ নং ব্লকে অধিকাংশ অফিস স্যানিটাইজ করা হয়েছে

জুলফিকার আলি
  
পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ একদিকে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে লকডাউন। এই দুই'য়ের জেরে মানুষ আতঙ্কিত। এই অবহে স্বাস্থ্য দফতরের নির্দেশ মোতাবেক এগিয়ে এলো ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। সোমবার এগরা-২ ব্লক গ্রামীণ সম্পদ কর্মীদের উদ্যোগে ৭ নম্বর সর্বোদয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় স্যানিটাইজ করা হয়েছে। সূত্রের খবর, এ দিন স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়, এস আই অফিস এবং আর আই অফিস পুরোপুরিভাবে স্যানিটাইজ করা হয়। পঞ্চায়েত সূত্রের খবর, করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য স্যানিটাইজার করা হয়। নেতৃত্বে ছিলেন সর্বোদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি, উপ-প্রধান পূর্ণেন্দু শেখর দাস ও রাধাশ্যাম দীক্ষিত ও গ্রামীণ সম্পদ কর্মীর ব্লক সম্পাদক প্রদীপ দাস প্রমুখ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER