সাধন মন্ডল
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে প্রায় একমাস ব্যাপী চলছে অন্নদান মহাদান প্রকল্পের কাজ। সারা জেলা জুড়ে পুলিশের এই মানবিক মুখ প্রথম দেখতে শুরু করেছিল খাতড়া মহকুমার প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষগুলো। আস্তে আস্তে সারা জেলাজুড়ে এই প্রকল্পে অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে জেলা পুলিশ। প্রতিটি কেন্দ্রে উপস্থিত থেকে অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে উপস্থিত থাকছেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও এবং অতিরিক্ত পুলিসসুপার। লকডাউন এর 40 দিন পার হয়ে গেছে খেটে খাওয়া গরীব অসহায় মানুষদের খাবার এ টান পড়েছে যদিও সরকারিভাবে রেশনে বিনা পয়সায় চাল বিলি হচ্ছে কিন্তু হাতে পয়সা না থাকায় তেল ডাল মসলা কিনতে অসুবিধায় পড়ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো। সেই মানুষগুলোকে যাতে খাবারের অভাবে অনাহারে দিন কাটাতে না হয় তার জন্য জেলা পুলিশ অন্ন দান মহাদান প্রকল্প হাতে নিয়েছেন। যার মূল কান্ডারী জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও। এই প্রকল্পে আজ সারেঙ্গা থানার শালডহরা হাই স্কুলে প্রায় 300 জন অসহায় মানুষের হাতে রান্না করা খাবার তুলে দিলেন জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক বিবেক ভার্মা,সারেঙ্গা থানার আইসি সূর্য শংকর মন্ডল সহ পুলিশের বিভিন্ন আধিকারিক বৃন্দ। বরাদ্দ ছিল ভাত, ডাল,সবজি ও ডিম। খাবার পপেয়ে খুশী অসহায় মানুষগুলো। খাবার হাতে নিয়ে সোমবারি মাণ্ডি বলেন অনেকদিন পর আজ পেটভরে ও তৃপ্তি করে খেলাম পুলিসবাবুদের জন্য।এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের এই প্রকল্প চলছে। যতদিন লকডাউন চলবে ততদিন সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে অন্নদান পরিষেবা চালু থাকবে। এই পরিষেবা চালু রাখতে পুলিশের সমস্ত কর্মচারি আধিকারিকরা সাহায্য-সহযোগিতা করে চলেছেন। সারেঙ্গা থানার আইসি সূর্য শংকর মন্ডল বলেন পুলিশ মানুষের সাথে মানুষের পাশে সব সময় আছে ও থাকবে। আমাদের ব্লকের বিভিন্ন গ্রামে অসহায় মানুষদের চিহ্নিত করার কাজ আমাদের সিভিক ভলেন্টিয়াররা করছেন তাদের চিহ্নিত করার পর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অসহায় মানুষদের হাতে কখনো রান্না করা খাবার আবার কখনো চাল-ডাল মশলাপাতি ও সবজি তুলে দিচ্ছি সবটাই আমাদের সমস্ত কর্মচারীদের সহযোগিতায় এর জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।