সোমবার, মে ১৮, ২০২০

গ্রামীণ সম্পদ কর্মীদের করোনা অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে

সেখ রতন

 

পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের সকল গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে  মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১২,৫০০ টাকার ড্রাফট পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি মহাশয়ার হাতে তুলে দিলেন ভাতাড় ব্লকের ভি আর পি ইউনিয়নের সভাপতি সেখ নাসিরউদ্দিন, সহ সভাপতি কৃষ্ণেন্দু সোম, সহ সম্পাদক সত্যজিৎ রায় এবং সেখ মুন্না রহমান। তাঁরা সকলেই খুশি হয়েছেন স্বল্প পারিশ্রমিক পাওয়া সত্ত্বেও তাঁরা সকলেই  মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে। ডেঙ্গু মোকাবিলায় ও করোনা মোকাবিলায় তাঁরা সকলেই ফিল্ডে কাজ করছেন। জেলা সভাধিপতি মহাশয়া তাঁদের এই ভূমিকায় খুবই খুশি হয়েছেন এবং গ্রামীণ সম্পদ কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER