সোমবার, মে ১৮, ২০২০

রমজানে দুস্থদের বস্ত্রবিলিতে মেমারি বিধায়িকা

সেখ সামসুদ্দিন
 
 লকডাউনের চতুর্থ পর্বে আজ মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগমের প্রচেষ্টায় তৃতীয় ধাপে পৌরসভা সহ মেমারি বিধানসভা এলাকার সমস্ত অঞ্চল সভাপতিদের হাতে প্রকৃত গরিব ও দুঃস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী ও  বিধায়কের উদ্যোগে ঈদ উপলক্ষে দুঃস্থদের জামা কাপড় প্রদান করা হয়। রমজান মাসে ঈদ উৎসবে প্রাক্কালে হাটপুকুর বিধায়ক অফিস থেকে আজ বিধানসভার ১৩টি অঞ্চলের মধ্যে আমাদপুর, দলুইবাজার ২, গন্তার ১, বাগিলা, দেবীপুর, দুর্গাপুর এই ছয় অঞ্চলের সভাপতিদের হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি, পাঞ্জাবি, মেয়েদের ফ্রক, কূর্তা, ছেলেদের জামা প‍্যান্ট ইত‍্যাদি বস্ত্র সহ চাল, ময়দা, চিনি প্রভৃতি খাদ‍্য সামগ্রী তুলে দেন। বাকি অঞ্চলগুলির হাতে আগামী কাল তুলে দেওয়া হবে। মানুষের প্রতি বার্তা দেন লকডাউন মেনে চলুন, মাস্ক, স‍্যানিটাইজার গ্লাভস ইত্যাদি ব‍্যবহার করুন। এই অনুষ্ঠানের মধ্যে দলুইবাজার ২ অঞ্চলের পিঙ্গুর স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের পক্ষ হতে মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১,১১১ টাকার চেক বিধায়ক নার্গিস বেগমের হাতে তুলে দেন ক্লাব সভাপতি সঞ্জিত কোলে, সম্পাদক স্বপন ঘোষ, সদস‍্য অমিয় ঘোষ প্রমুখ। সভাপতি বলেন সারাবছর সামাজিক কাজ করার পাশাপাশি করোনা মোকাবেলায় মুখ‍‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা প্রদান করা হল।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER