মঙ্গলবার, মে ১৯, ২০২০

শ্রমজীবী মুসলিমদের পাশে জয় হিন্দ বাহিনী

সেখ রতন
 

চলছে রমজান মাস আর কয়েকদিন পরেই আসছে খুশির ঈদ তারি মাঝে পড়ে গেছে লকডাউন শ্রমজীবী মুসলমান ভাইদের পড়ে গেছে মাথায় হাত লকডাউন এর ফলে ব্যবসা-বাণিজ্য সবি বন্ধ খুশির ঈদ মানাবে কিভাবে সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন জয় হিন্দ বাহিনীর ১নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিম বাবুর ব্যক্তিগত উদ্যোগে বাঘার গ্রামে 650 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। হালিম বাবু জানান শুধু আমাদের মুসলিম ভাই বলে নয় হিন্দু ভাইদের হাতে ও খাদ্য সামগ্রী তুলে দিই শুধু আজ নয় লকডাউন শুরু থেকে আজ পর্যন্ত হালিম বাবু জানান 25 হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিই এবং তিনি এটাও বলেন লকডাউন যতদিন চলবে এরকম মানুষের পাশে আমি সব সময় থাকবো উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবির নন্দী,দেওয়ানদীঘি থানার ওসি  , বর্ধমান উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম, অনির্বাণ চৌধুরী, খালে খন্দকার, শেখ রহমত শেখ মাখন ,শেখ শাহরুখ,প্রমুখ ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER