মঙ্গলবার, মে ১৯, ২০২০

কর্মদিশা প্রকল্পের সুচনায় বাঁকুড়া সভাধিপতি

সাধন মন্ডল
 
 সারা রাজ্য জুড়ে কর্ম দিশা প্রকল্পের কাজ আজ শুরু হলো বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার রানিবাঁধ রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, হিড়বাঁধ, প্রভৃতি ব্লকে এই প্রকল্পের কাজের সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী, জেলাশাসক অরুন প্রসাদ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি, জেলা পরিষদের সহ- সভাধিপতি শুভাশিস বটব্যাল, রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রায়পুর বিধানসভার বিধায়ক বিরেন্দ্রনাথ টুডু সহ
 বিশিষ্টজনেরা। রায়পুরে এই প্রকল্পের সূচনা করে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন আমাদের বাঁকুড়া জেলার 190 টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতে আজ থেকে এই প্রকল্পের কাজ শুরু হল এর ফলে লক্ষাধিক মানুষ কাজ পাবে কোথাও ফলের বাগান তৈরি কোথাও হাপা তৈরি কোথাও পুকুর সংস্কার আবার নতুন পুকুর তৈরি করা সহ নানান কাজ করা হবে এই প্রকল্পে। মেন্টর অরূপ চক্রবর্তী বলেন এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা যাতে কাজ করতে পারে তার জন্য আমরা সমস্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি দেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি যে পরিযায়ী শ্রমিকরা যদি কাজ চান তারা যেন সসম্মানে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। প্রতিটি জায়গাতেই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী শ্যামল সাঁতরা ও বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি রায়পুরের মটগোদা গ্রাম পঞ্চায়েতের জামশোল মৌজা রায়পুর সরকারি পলিটেকনিক কলেজে আম বাগান তৈরীর কাজ এর সূচনা করেন সভাধিপতি। তিনি নিজ হাতে মাটি কেটে এই কাজের সূচনা করেন সঙ্গে ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টু ডু। লকডাউন এরমধ্যে মধ্যে 100 দিনের কাজ শুরু হওয়ায় খুশি শ্রমজীবী মানুষেরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER