করোনা হইতে বাঁচতে হবে
মহঃ রহিম মল্লিক
স্বাস্থ্য মন্ত্রকের সাবধান বাণী
পাথেয় করে চলবো
লক ডাউনে "ঘরে বন্দী"
থাকার কথায় বলবো।।
সাবান জলে হাত ধোয়ার
পরামর্শ মানবো সবাই - মাস্কে মুখ - নাক ঢাকার -
কথা মনে রাখবো সদাই।।
পারস্পরিক দূরত্ব বজায় -
রাখলে বিপদ ঝুঁকি কম।
কে জানে কখন ঘায়েল করে
পৌছে যায় করোনা যম।।
নিজের সাথে আপন জনের
পরিবারের কথাও ভাববো -
অকারণ কোন আতঙ্ক নয়-
লিখবো জীবন জয়ের কাব্য।
গুজবে কেউ কান দেবো না
মানবো আইন নিয়ম বিধান-
প্রশাসনের সহোযোগিতায়-
বাঁচবে দেশ ও জাতির প্রাণ।।
মৃত্যু মিছিল প্রতিরোধে
অবহেলা নয় কোনমতে -
"করোনা ভাইরাস" হার মানবে
নাগরিক সচেতনাতে।।