স্বপ্নের রানী
সন্তু বন্দ্যোপাধ্যায়
ভুল বুঝে সরে আছো
তুমি অনেক দূরে,
ছিলাম তোমায় আঁকড়ে ধরে
তুমি কেন গেলে সরে,
শত কষ্টের মাঝে তুমি
ছিলে আশার আলো,
সারা জীবন তোমায় আমি
বেসে যাব ভালো,
ভুল বুঝে আছো তুমি
রাখলে না কথা,
তুমিও যে বুঝলে না
আমার কষ্ট মনের ব্যথা,
ধৈর্য ধরে থাকি আমি
তোমার ফেরার আশায়,
ফিরবে জানি একদিন তুমি
থাকবো আমি আশায়,
জানি আমায় তোমার মনে
তুমি নেবে না কোনদিন,
তবুও রানী থাকবে তুমি
আমার মনেই চিরদিন,
ভালোবাসার মানে তুমি
সত্যিই কি বোঝ,
ভালোবাসতে চাও যদি
আমার মনটাকে খোঁজ,
খুঁজলে পাবে নিজের দেখা,
মিশে আছি তুমি আমি
মনের সেই রাজপ্রাসাদে
যেখানের তুমি রানী,
হোক না যতই কষ্ট আমার
আসুক যতই বাধা,
তোমার আমার ভালোবাসা
সে যে সাত পাকে বাঁধা!