মঙ্গলবার, মে ০৫, ২০২০

দেশপ্রাণ ব্লকে কার্ল মার্ক্স এর জন্মতিথি পালিত হলো

জুলফিকার আলি

  

সারা দুনিয়া,দেশ ও রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র অাজ  বিশ্বখ্যাত দার্শনিক কার্ল মার্কসের ২০৩ তম জন্মদিন পালিত হয়। সিপিঅাইএম দেশপ্রাণ এরিয়া কমিটির অফিসে কার্ল মার্কসের জন্মদিন পালন উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন সহ কার্ল মার্কসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সিপিঅাইএম নেতা কানাই মুখার্জী,মামুদ হোসেন, সম্পাদক সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অতশী দিন্ডা,তরুণ মাইতি,সলিল বরণ মান্না প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি এরিয়া কমিটির অফিসে কর্মসূচি তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, প্রনব পণ্ডা,অরুণ দাস,অতুল্য সুন্দর উকিল , জয়দেব পণ্ডা, কৃষ্ণেন্দু বারিক, মলয় কর,বিদ্যুৎ দে,মধুসূদন জানা,সুব্রত দাস প্রমুখ নেতৃবৃন্দ। মারিশদা এরিয়া কমিটির অফিসে কার্ল মার্কসের জন্মদিন পালন উপলক্ষে কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস প্রমুখ নেতৃবৃন্দ। হেঁড়িয়া র কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা গোকুল ঘোড়াই, পীযূষ রায়,জাহারাজ অালি,অাশীষ দেবনাথ,সেক সাকিল,কুঞ্জপুরে নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মৃন্ময় মাইতি।রামনগরে অাশীষ প্রামাণিক, বালিসাই তে সব্যসাচী জানা,এগরা তে সুব্রত পণ্ডা, ভগবানপুরে সত্যরঞ্জন দাস,মুগবেড়িয়া তে ভরত মাইতি, পটাশপুরে কালীপদ মহাপাত্র,বালিঘাই তে কৃষ্ণপদ দাস প্রমুখ নেতৃবৃন্দ নানা অনুষ্ঠানে  শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন সারা দুনিয়ায় যতদিন শোষণ, অত্যাচার,নিষ্পেষণ থাকবে ততদিন মার্কসবাদের প্রাসঙ্গিকতা অমলিন থাকবে। করোনা সঙ্কটে সমাজবাদের প্রয়োজনীয়তা বিশ্বজুড়ে অাজ অনুভূত হচ্ছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER