কোলাঘাট ঠিকাশ্রমিক ইউনিয়নে 20তম জন্ম দিন পালন করলেন সেক সেলিম আলি মহাশয় মহাশয়। তৃণমূল কংগ্রেসের প্রতিস্টা দিবস উপলক্ষে শান্তিপুর 1 নং তৃণমূল কংগ্রেসের নতুন ভবনের ফিতা কাটেন সাংসদ শিশির অধিকারী।সকল স্তরের মানুষের সোনার
বাংলা গড়ার আহ্বান করেন ।বিতরণ বস্ত্র বিতরণ করা হয়। সভাই উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লক সভাপতি তনুশ্রী জানা, দিবাকর জানা বামদেব, পজ্ঞচান বাবু।মধ্যভোজন আয়োজন করা হয়। 2000 জন খাওয়া দাওয়া করেছে । 500 জন কে শীতের কম্বল বিতরণ করা হয়।