শুক্রবার, আগস্ট ২৫, ২০১৭

প্রিয় চিত্রসাথী পত্রিকা, জুলাই/২০১৭

কলকাতার ১০/১ মুলেন স্ট্রিট থেকে প্রকাশিত এই সিনে পত্রিকা।সম্পাদক রাজকুমার দাস নিজে একজন অভিনেতা ও পরিচালক।সিনেমা সাহিত্য বিনোদন মূলক খবর অগ্রাধিকার দেওয়া হয় এই পত্রিকায়।

কুচবিহারে মুসলিমদের গণেশ পুজোয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

কুচবিহারের ঘুঘুমারী এলাকায় মুসলিমদের গণেশ পুজোয় সামিল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। তিনি উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন " বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যে অটুট, তা ফের এই পুজোয় প্রমাণিত হলো"।
ছবি ও সংবাদ সুজিত ঘোষ

বন্যাদুর্গত পড়ুয়াদের পাশে প্রেস ক্লাব

পুর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পড়ুয়াদের হাতে বইপত্র তুলে দিল বর্ধমান প্রেস ক্লাব।মুকুল রহমান, সোমনাথ
ভট্টাচার্য, আমজাদ আলী, পুলক যশ দের মত সাংবাদিকরা নিজ উদ্যোগে পড়াশুনায় যাতে বাধা না আসে, সেজন্য বইপত্রের ব্যবস্থা করলো এই সাংবাদিক সংগঠন টি।
সংবাদ ও ছবি মোল্লা জসিমউদ্দিন


মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের

সামসুদ্দিনঃ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে ১২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতায় রক্তদান শিবির করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি ব্লাড ব্যঙ্কের সহযোগিতায় ৭০ - ১০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। পরিচালন সভাপতি সহ শিক্ষক শিক্ষিকারা রক্ত দিচ্ছেন।


বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০১৭

কালনার সিদ্বেশ্বরীঘাট এলাকায় গণেশ পুজোর উদঘাটনে মন্ত্রী স্বপন দেবনাথ।

ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


পুর্বস্থলী দক্ষীন চক্রের পরিচালনায় নির্মল বাংলা নিয়ে পড়ুয়াদের র‍্যালি।


ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন




আইনী শিবির মঙ্গলকোট কলেজে

বৃহস্পতিবার বিকেলে মঙ্গলকোটের খুদরুন দিঘীর পাড়ে থাকা সরকারি ডিগ্রী কলেজে আইনী শিবির হয়।কাটোয়া মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক সুশোভন মুখোপাধ্যায় জানিয়েছেন "এই শিবিরে আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজরা অংশগ্রহণ করেন"।
ছবি ও তথ্য মোল্লা জসিমউদ্দিন

কাটোয়ার আমডাঙা বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারাভিযান চালালো এলাকায়।


ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


মন্তেশ্বরে এক মন্ডপে গণেশ প্রতিমা।






ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


বিজেপি বাজপাখির দল : অনুব্রত মন্ডল


মোল্লা জসিমউদ্দিন  : বিজেপি কে বাজপাখির দল বলে মঙ্গলকোটে কটাক্ষ করলেন রাজ্য তৃনমূল নেতা এবং মঙ্গলকোট কেন্দ্রের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মন্ডল মহাশয়।বুধবার বিকেলে মঙ্গলকোটের কৈচর হাটতলায় বিজেপির বিরুদ্ধে ভারতছাড়ো আন্দ্রোলনের সভায় অনুব্রত মন্ডলের পাশাপাশি ছিলেন বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি দেবু টুডু, ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরী প্রমুখ।এদিন বিজেপি কে কটাক্ষ করে অনুব্রত বাবু বলেন " সারাদেশে বাজপাখির মত লুটেপুটে খাচ্ছে দুর্নীতিগ্রস্ত দলটি, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে,ওইসব এই বাংলায় চলবেনা"। এরপরে জেলাসভাধিপতি দেবু টুডু রাজ্যসরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন।তিনি বলেন  " দিদি কন্যাশ্রী, সেভ ড্রাইভ, সবুজশ্রী সহ প্রভৃতি কর্মসূচী যেভাবে নিয়ে চলেছেন, তাতে বাংলার এমন কোন পরিবার নেই যে সূফল পাননি"। ব্লক তৃনমূল সভাপতি অপুর্ব চৌধুরীর কথায়, মঙ্গলকোটে তো বটেই, এই বাংলায় কোথাও সেভাবে বিজেপির কোন ভিক্তি নেই।





আউসগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৈরী এই ঝুড়ি দুটি চলল কলকাতায় ।নির্বাচিত হলে আসন্ন বিশ্ব যুব ফুটবল উপলক্ষ্যে এই ধরনের ঝুড়ি শোভা পাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে

জোনাকির মতো জ্বলবো আমরা


*পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় বিষয়ক দপ্তরের উদ্যোগে শালবনি ব্লক স্তরের যুব -সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা 2017-2018 চলছে জয়পুর এস টি, এস সি এণ্ড বি সি হাই স্কুলে।এই অনুষ্ঠানে ব্লকের পাঁচটি বিদ্যালয় অংশগ্রহণ করে*

জোনাকির মতো জ্বলবো আমরা


বুধবার, আগস্ট ২৩, ২০১৭

মঙলকোটে বিজেপি ক্ষোভ

সরকারী ক্ষতিপূরণ নিয়ে তৃনমূলের বিরুদ্ধে বিজেপির মঙলকোটের কৈচরে প্রতিবাদসভা।

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে

সিনেমাহলে দেহব্যবসা বাড়ছে পুর্ব বর্ধমানে মোল্লা জসিমউদ্দিন  : মফস্বল এলাকার সিনেমাহল গুলিতে সিনেমা দেখার দর্শকের থেকে দেহব্যবসার খরিদ্দার বেশি।হ্যা এইধরনের ঘটনার প্রমাণ ক্রমশ প্রকাশ হচ্ছে পুর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়।সোমবার দুপুরে কাটোয়া শহর সংলগ্ন দাইহাটের শবরী সিনেমাহল ঘিরে ব্যাপক ক্ষোভ দেখা গেল স্থানীয়দের মধ্যে।পরিস্থিতি এমন জায়গায় পৌছালো যে পুলিশ এসে অশান্তিপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।তবে এই ক্ষোভের আঁচ পেয়ে মক্ষিরানীরা তাদের খরিদ্দারদের নিয়ে চম্পট দেয়।এলাকাবাসীদের অভিযোগ এই সিনেমাহলের মধ্যে বেশ কিছু ঘর ঘন্টায় পাঁচশো থেকে হাজার টাকায় ভাড়া দেওয়া হয় মধুচক্র চালাবার জন্য।সীমান্তবর্তী নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জেলার পাশাপাশি কাটোয়া এবং কালনা মহকুমা এলাকার অনেকেই দাইহাটের সিনেমাহলটি কে দীর্ঘদিন ধরে মধুচক্র এর আসর বসায়।দাইহাট পুলিশ ফাঁড়ির সাথে মান্থলীর ব্যবস্থা রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।যারফলে অবাধে চলে এই অসামাজিক কারবার।শুধু দাইহাট নয়, কাটোয়া শহরে একটি সিনেমাহলে চলছে মধুচক্র। এইরূপ অভিযোগ উঠেছে।গত সপ্তাহে গুশকরা শহরে একটি সিনেমাহলে একটি মেয়ে কে নিয়ে দুই খরিদ্দার যুবকের প্রকাশ্য টানাহ্যাঁচড়া করে তুলে নেওয়ার ঘটনা ঘটে।ওই হলে অনুরুপভাবে ঘন্টাপিছু ভাড়া দিয়ে দেহব্যবসা চালাবার অভিযোগ দীর্ঘদিনের।কেন মফস্বল সিনেমাহল গুলিতে মধুচক্র এর আসর বেড়েই চলেছে।কি কারণ?  সিনেমাহল মালিকদের একাংশের দাবি - এখন সিনেমা দেখতে দর্শকরা হলে আসেনা, এরফলে লোকসানের মুখে পড়তে হয়।আর কারা এলো, কারা গেলো তার লিপিবদ্ধ রাখবার  কোন সুযোগ নেই হোটেল/লজগুলির মত।তাই কেউ বাধ্য হয়ে আবার কেউ বেশি রোজগারের আশায় পুলিশের একাংশের সহযোগিতায় দেহব্যবসা চালায় সিনেমাহলের মধ্যে।পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।আশ্বাস দেওয়া হয়েছে নজরদারী চালাবার।

নাদনঘাটে বৃক্ষরোপণ

নাদনঘাটে পড়ুয়াদের বৃক্ষরোপণ।
ছবি প্রতাপ চট্টোপাধ্যায়

মঙ্গলবার, আগস্ট ২২, ২০১৭

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম উদ্বোধন করলেন উচ্চশিক্ষামন্ত্রী

সংবাদদাতা: আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে এ পি জে আব্দুল কালামের নামে অডিটোরিয়াম উদ্বোধন করলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী  ড. পার্থ চট্ট্যোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য শঙ্কর কুমার ঘোষ, বিধায়ক রুকবানুর রহমান সহ নদীয়া জেলার সমস্ত বিধায়ক ও এমপি।
উক্ত অনুষ্ঠানে পুস্পস্তবক ও উদার আকাশ প্রকাশন এর গ্রন্থ উচ্চশিক্ষা মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায় এর হাতে তুলে দিয়ে সম্মানিত করেন, উদার আকাশ পত্রিকার সম্পাদক ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূর  শিক্ষা বিভাগের সহ অধিকর্তা ফারুক আহমেদ।
উচ্চশিক্ষা মন্ত্রী ড.পার্থ চট্টোপাধ্যায় অপূর্ব বক্তব্য রাখেন।


কালনা মহারাজা উচ্চবিদ্যালয়ের দেড়শত বছর পুর্তি উপলক্ষে বিজ্ঞান মেলায় বিড়লা তারামন্ডলের ডিরেক্টর সহ অনেকেই উপস্থিত।


ছবি ও সংবাদ: মোল্লা জসিমউদ্দিন


রাহাজানি রুখতে মঙ্গলকোটে বালি সিন্ডিকেটের বিরুদ্ধে সিদ্দিকুল্লাহ


মোল্লা জসিমউদ্দিন  : মঙগলকোটের অজয় নদের বালিঘাট ঘিরে হিস্বা রাহাজানি নুতন ঘটনা নয়।দখল বেদখল কে কেন্দ্র করে একের পর এক খুন হয়েছে।আজাদ মুন্সির মত 'হাই প্রোফাইল' মার্ডারের পেছনেও ছিল বালিঘাটের লক্ষ লক্ষ টাকার অংকটি।প্রতিনিয়ত বোমাবাজি আর গোলাগুলি চলছে অজয়ের বালিঘাটগুলি ঘিরে।বাড়ছে বেআইনি অস্ত্রের সম্ভার।পুলিশ প্রশাসনের একাংশের মদতে বেশ কিছু নেতা লক্ষ লক্ষ টাকা পকেটস্থ করছে।সরকারের রাজস্ব আদায় যেমন ফাঁকি দেওয়া চলছে, ঠিক তেমনি অতিরিক্ত বালিবোঝাই গাড়ীর সৌজন্যে রাস্তাঘাট হচ্ছে মরনফাঁদ।যেখানে প্রায়শ দুর্ঘটনায় এলাকাবাসী মারা পড়ছে।বিগত দুবছরে কুড়ির বেশি স্থানীয় বাসিন্দা মারা গেছে।শাসকদলের একাংশের মদতে পুলিশের নিষ্ক্রিয়তায় বেপরোয়া হয়ে উঠছে বালি মাফিয়ারা।প্রতিবাদকারীদের প্রকাশ্য মারধোর এবং পুলিশি ঝামেলায় ফেলা রোজনামচা হয়ে উঠছে মঙ্গলকোটের বুকে।ঠিক এইরকম পরিস্থিতিতে স্বাধীনতা দিবস পালনে মঙ্গলকোটের সাতটি এলাকায় অনুষ্ঠানে সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব।প্রতিটি অনুষ্ঠানে কমবেশি মঙ্গলকোটের বালি সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে।তিনি বলেন "মাননীয়া মুখ্যমন্ত্রী গত ২৯ জুন প্রশাসনিক বৈঠকে বালির অসাধু কারবার নিয়ে তাঁর কঠোর অবস্থান ব্যক্ত করেছেন, তাই মঙ্গলকোটে বালির ঘাট নিয়ে মারামারি খুন রাহাজানি যাতে না হয়।সেই ব্যাপারে এলাকার বিধায়ক হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকেই যায়।" পাশাপাশি তিনি বলেছেন - "এত বোমাবাজি এত হানাহানি সেই বালিরঘাট কে কেন্দ্র করেই, তাই সরকারি নিয়ম অনুযায়ী ঘাটগুলি চলুক।" উল্লেখ্য গত বামজমানার মত তৃণমূল সরকারের আমলেও মুষ্টিমেয় কয়েকজন শাসক দলের নেতা কুখ্যাত দুস্কৃতিদের দল নিয়ে অজয় নদের বালিঘাট চালাচ্ছে।পুলিশের একাংশ মোটা অংকের মাসোয়ারা পাওয়ায় বরাবরই চুপ থাকে বলে অভিযোগ। এক বালি মাফিয়া কোগ্রামে অজয় নদের বেআইনী বালিঘাট চালিয়ে পাথরচাপরি, সিউড়ী,বোলপুর, বাসাপাড়া, নুতনহাট বাইপাসে প্রসাদপ্রতিম বাড়ীর পাশাপাশি নামে বেনামে কোটি কোটি টাকার জায়গা কিনেছে বলে প্রকাশ।নিজস্ব গোটা দশেক ডাম্পার নিয়মিত বালি দূরদূরান্তর রুটে বালি পৌছে দেয় ইমারত ব্যবসায়ীদের কাছে।অথচ অজয়ের নদীবাঁধ কেটে অবৈধ বালিঘাটটির বিরুদ্ধে ব্যবস্থা নেবার সাহস দেখায়নি পুলিশ প্রশাসন।এই ঘাটটির সামনে আবার জেলাপুলিশের মাসিক ক্রাইম কনফারেন্স ( ফেব্রুয়ারি  মাসের শেষের দিকে) হয়েছে! জানা যায় এই ঘাটটি বকলমে চালান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ, সদর মঙ্গলকোট পঞ্চায়েতের এক পদাধিকারী। কোগ্রামে এই ঘাট কে ঘিরেই যাবতীয় অশান্তি দেখা যায়।সম্প্রতি বালিঘাটে থাকা জেসিপি মেশিন বোমা মেরে পুড়িয়ে দেয় দখল করতে আসা অপর গোষ্ঠী। এইরুপ পরিস্থিতিতে রাহাজানি রুখতে মঙ্গলকোট বিধায়ক মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর বালি সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ায় অশান্ত মঙ্গলকোটে শান্তির বার্তা খুঁজছে এলাকাবাসী। 





পুর্বস্থলীতে তৃণমূল সমর্থিত শিক্ষকদের বার্ষিক সম্মেলন চলছে।

ছবি ও সংবাদ :  মোল্লা জসিমউদ্দিন


কাটোয়া শিক্ষক সম্মেলন বঙ্গ বার্ষিক সম্মেলন।

পারিজাত মোল্লা: আগামী ৩ রা সেপ্টেম্বর কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর এলাকায় জগধাদ্ধাত্রী লজে শিক্ষক সম্মেলন হচ্ছে।এটি তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন। সম্মেলনের সূচনা করবেন এলাকার বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়।সংগঠনের সভাপতি প দ অভিজিত গুপ্ত  জানিয়েছেন  " তৃণমূল নেত্রীর আদর্শে আমরা অনুপ্রাণিত,  তাঁর উন্নয়নমূলক চেতনা চারদিকে বিকশিত করতে চায় আমরা"।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER