শুভেন্দু তন্তুবায়
বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও ইন্দপুর থানার ব্যবস্থাপনায় পথ সচেতনতা সপ্তাহের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল ।গত বুধবার সকালে এলাকার স্কুল ছাত্রীদের নিয়ে ইন্দপুর -বাংলা বাজারে পথ পরিক্রমার মাধ্যমে পথ সচেতনতার প্রচার নিয়ে একটি শোভাযাত্রা হয় । এদিন বিকেলে দৌড় প্রতিযোগিতা ও ভলিবল প্রতিযোগিতার পুরষ্কার দেওয়া হয় ।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, এস ডি পি ও খাতড়া বিশপ সরকার, ইন্দপুর থানার ওসি রাম নারায়ণ পাল, শিক্ষক অসিত লায়েক, অম্বুজ দাস প্রমুখ ।
posted from Bloggeroid