সোমবার, জুন ১৯, ২০১৭
বুধবার, মে ৩১, ২০১৭
কাটোয়া আদালত চত্বরে আক্রান্ত পুর কাউন্সিলারের স্ত্রী
মোল্লা জসিমউদ্দিন, মঙ্গলকোট, ৩০ মে: মঙ্গলবার দুপুরে কাটোয়া মহকুমা আদালত চত্বরে শাসক দলের দাপুটে কাউন্সিলারের স্ত্রী একদল দুস্কৃতিদের হাতে আক্রান্ত হওয়ায় তীব্র চাঞ্চল্য পড়েছে গোটা শহর জুড়ে।আদালত চত্বরে শুধু বিচারকদের এজলাস নয়, রয়েছে মহকুমাশাসকের অফিস। তাই এহেন সুনিরাপত্তা বেষ্টিত এলাকায় প্রকাশ্য এক মহিলা আক্রান্ত হওয়ায় পুলিশি ভুমিকা নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন উঠেছে।স্থানীয় সুত্রে জানা গেছে জেল হেফাজতে থাকা কাটোয়া পুরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার জঙল সেখ কে আজ পেশ করা হয় কাটোয়া মহকুমা আদালতে।পেশ করার সময় ( জিআরও থেকে এজলাস) স্বামী কে দেখা করার উদ্দেশ্যে গিয়েছিলেন হানহারা বিবি।সেসময় জঙল সেখ বিরুদ্ধ গ্রুপের সুরহাত বদিন সেখের দলবল হানহারা বিবি কে শাঁসায় বলে অভিযোগ। এই ঘটনার কথা কাটোয়া থানায় জানিয়ে এসে পুনরায় আদালত চত্বরে এলে চুলের মুঠি ধরে ব্যাপক মারধোর চালায় বলে দাবি।এমনকি কানের দুল ছিঁড়ে নিলে রক্তপাতের ঘটনা ঘটতে দেখা যায়।অভিযুক্তেরা সেসময় বলে আক্রান্ত মহিলাটি কে থানায় জানিয়ে কিছুই হবেনা আমাদের।প্রসঙ্গত দিন দশ পুর্বে কাটোয়া শহরের কেশেপাড়ায় জঙল সেখের বাড়ীতে ছাদে হানা দিয়েছিল সুরহত সেখের দলবল।দরজা ভেঙে নিচে হানহারা বিবি(জঙল সেখের স্ত্রী) কে মারতে গেলে চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন চলে এলে চম্পট দেয় দুস্কৃতিরা।সেই ঘটনার কথা কাটোয়া থানায় জানানো হয়েছিল।আজ আবার কাটোয়া থানায় নালিশ জানানোর পর আদালত চত্বরে এলে আক্রান্ত হন পুর কাউন্সিলারের স্ত্রী।কাটোয়া থানার পুলিশের ভুমিকা নিয়ে তাই প্রশ্ন উঠছে।তবে আজকের আক্রান্ত হওয়ার বিষয়টি মহকুমাশাসক কে জানিয়েছেন আক্রান্ত মহিলা হানহারা বিবি।
মঙ্গলবার, মে ৩০, ২০১৭
পুরুলিয়ার বান্দোয়ান গার্লস হাই স্কুল
পুরুলিয়ার বান্দোয়ান গার্লস হাই স্কুলের ছাত্রী অনুপমা হাঁসদা সাঁওতালী ভাষা তে ৮২ নম্বর পেয়ে রাজ্যে সাঁওতালী ভাষা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে।
সোমবার, মে ২৯, ২০১৭
থানা ঘেরাও করল বিজেপি
রবিবার, মে ২৮, ২০১৭
শনিবার, মে ২৭, ২০১৭
মাধ্যমিক ২০১৭ পরীক্ষার ফলাফলে আল-আমীনের জয়জয়কার
১৯ টি শাখার ৭৪৪ জন ছাত্র ও ৮ টি শাখার ৩২৪ জন ছাত্রী অর্থাৎ মিশনের মোট ১০৬৮ জন পড়ুয়ার সবাই সফল হয়ে কীর্তিমান গড়ল। এর মধ্যে ৯০% বা তার বেশি নম্বর পেয়েছে ২২৭ জন, ৮০% বা তার বেশি পেয়েছে ৭৫৪ জন , ৭০% বা তার বেশি নম্বর পেয়েছে ৯৯৯ জন, ৬০% বা তার বেশি পেয়ে পাশ করেছে ১০৫৩ জন।
মিশনের মধ্যে সর্বোচ্চ র্যাশঙ্ক করেছে দক্ষিন ২৪ পরগণার কাছিমারা গ্রামের পাইকপাড়ি শাখার আব্দুল মালেক খান। রাজ্যস্তরে তার র্যােঙ্ক ১০ম ও প্রাপ্ত নম্বর ৬৮১। সে বাংলায় ৯০, ইংরেজিতে ৯২, গণিতে ৯৯, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৮ ও ভূগোলে ৯৯ পেয়েছে। আল-আমীনের অর্থানুকূল্যে সামান্য এক অটো ড্রাইভারের সন্তানের এই সাফল্যে তাদের গ্রামে খুশীর হাওয়া।খুব মৃদুভাষী এই মেধাবী ছাত্রের ইচ্ছা ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করা।
বাবা মা উভয়েই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, বাবা কারখানার শ্রমিক, মা গৃহবধূ--এরকম পরিবারের একমাত্র ছেলে আফতাব আহমেদ রাজ্যস্তরে একাদশ হয়ে তার এলাকাকে গর্বিত করল।আল-আমীন মিশনের এই ছাত্রের প্রাপ্ত মোট নম্বর ৬৮০। গণিত ও ভূগোলে ১০০ পাওয়া এই মেধাবী ছাত্র বাংলায় ৯০, ইংরেজিতে ৯৯, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮ ও ইতিহাসে ৯৬ পেয়েছে। ফুটবল খেলা ভক্ত এই তরুণটির জন্ম বর্ধমান জেলার কেতুগ্রাম থানার চাকটা গ্রামে। একেবারে নিম্নবিত্ত পরিবারের এই মেধাবীর ইচ্ছা দেশের সেরা আই আই টি -তে পড়ে ইঞ্জিনীয়ার হওয়া। মিশনের সেক্রেটারি এম নুরুল ইসলাম ও শিক্ষকদের অনুপ্রেরণা ও পড়ানোই তার সাফল্যের মুল কারণ বলে জানায় সে।
মিশনে মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে রাজ্যস্ত্রে ১৭তম হয়েছে ধুলিয়ান শাখার মিস রুমানা। তার এই অদ্ভুত নাম নিয়ে জিজ্ঞাসা করে জানা গেল তার আব্বা পেশায় ইঞ্জিনীয়ার এক্রামুল হকের ইচ্ছা এটি । রুমানার বাড়ি মালদা জেলার দৌলতটোলা গ্রামে।গণিতে ১০০ পাওয়া রুমানা বাংলায় ৯৫, ইংরেজিতে ৯৬, ভৌত বিজ্ঞানে ৯১, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ও ভূগোলে ৯৭ করে পেয়েছে। ভালো কার্ডিওলজিস্ট হয়ে গ্রামের মানুষদের ফ্রীতে চিকিৎসা করতে ইচ্ছুক এই মেধাবী ছাত্রী গল্পের বইয়ের খুবই ভক্ত।
গণিত ও ভৌত বিজ্ঞানে ১০০ করে , জীবন বিজ্ঞান ও ইতিহাসে ৯৬ করে, বাংলায় ৯১, ইংরেজিতে ৯০, ভুগোলে ৯৮ অর্থাৎ মোট ৬৭১ পেয়ে মিশনে মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছে দক্ষিন ২৪ পরগণার তেঘরিয়া গ্রামের তামান্না জামান।রাজ্যস্তরে তার স্থান ২০তম । ছোট ব্যবসা করেন তার বাবা গ্র্যাজুয়েট সেখ মইনুজ্জামান, মা গৃহবধূ।মেধাবী তামান্নার ইচ্ছা মহাকাশ নিয়ে গবেষণা করার। মিশনের শিক্ষার পদ্ধতি ও সঙ্গে নৈতিকতার অনুশীলন তাকে এই সাফল্য দিয়েছে বলে সে জানায়।
মাধ্যমিকের এই ফলাফলে মিশনের আরও যারা ২০-র মধ্যে র্যিঙ্ক করেছে তারা হল, পাইকপাড়ি শাখার সাবির মণ্ডল ( রাজ্য র্যা ঙ্ক ১৩তম, প্রাপ্ত নম্বর ৬৭৮), খলতপুর শাখার জাহিদ হাসান মোমিন ( রাজ্য র্যারঙ্ক ২০ তম , প্রাপ্ত নম্বর ৬৭১)।
মিশনের এই ফলে স্বভাবতই খুবই খুশী মিশনের কর্ণধার এম নুরুল ইসলাম। তিনি সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়ে বলেছেন, আল-আমীন মিশনের লক্ষ্যই হল পিছিয়ে পড়াদের শিক্ষায় উন্নয়ন। তিনি আরও বলেন , মিশনের অধিকাংশ ছাত্র-ছাত্রীরাই একেবারে প্রান্তিক শ্রেণির এবং তাঁদের অনেকেই ফুল ফ্রী,হাফ ফ্রী এবং বিভিন্ন রকম ছাড় নিয়ে পড়ে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিঙয়ে উত্তীর্ণ ও পাঠরত মিশনের প্রাক্তনীর সংখ্যা প্রায় ৪০০০ জন। তিনি আশা প্রকাশ করেন সংখ্যালঘু সমাজের তরুণ তরুণীরা সমাজ, রাজ্য ও দেশের উন্নয়নে সবসময় নিয়োজিত থাকবে।
বৃহস্পতিবার, মে ২৫, ২০১৭
পথচারীদের দাঁড় করিয়ে ঠান্ডা শরবৎ বিতরণ
বুধবার, নভেম্বর ২৫, ২০১৫
সোমবার, নভেম্বর ২৩, ২০১৫
বৃহস্পতিবার, জুন ২৫, ২০১৫
সোমবার, জুন ০১, ২০১৫
মঙ্গলবার, মে ২৬, ২০১৫
শনিবার, মে ২৩, ২০১৫
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...